ডিসেম্বর ১, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ

কাহালুতে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন

কাহালুতে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন।
কাহালুতে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন। ছবিঃ এনসিএন

বগুড়ার কাহালু উপজেলায় মেসার্স কালাম ট্রেডার্সে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

টিসিবি পণ্য হিসেবে গ্রাহকেরা পাবেন চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও পিয়াজ, প্রতি কেজি চিনির মূল্য ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন তেল প্রতি কেজি ১১০ টাকা, পিয়াজ প্রতি কেজি ২০ টাকা দামে কিনতে পারবে টিসিবি কার্ড ধারী ব্যক্তিরা।

দ্রব্য মূল্যের উর্ধগতিতে এমন কম দামে পণ্য কিনতে পেরে খুশি গ্রাহকরা।

টিসিবি পণ্য বিক্রি চলবে আজ রবিবার ও আগামীকাল সোমবার পর্যন্ত । এই দুই দিনে কাহালু পৌর এলাকার ৭,৮,৯ নং ওয়ার্ডের টিসিবি কার্ড ধারী ব্যক্তিরা টিসিবির পণ্য কিনতে পারবেন বলে জানান কতৃপক্ষ।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print