পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের আওতায় অসহায় ও দুস্থ্যদের মাঝে ভি জি এফ’র চাল বিতরণ করা হয়।
সোমবার (২৫ এপ্রিল) সকালে এ চাল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিটু চৌধুরী। ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন কাহালু উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো, শামিম ইকবাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ তাজুল ইসলাম, ইউপি সদস্য মোছাঃ হালিমা বেগম, নাজমা বিবি, জাকিয়া সুলতানা, মোঃ মানিক মিয়া, আলীনুর আহসান পাপ্পু, হারুন অর রশিদ, আব্দুল হাকিম, হায়দার আলী, আব্দুল বাসেত, খোরশেদ আলম, মোজাম্মেল হক, বাবর আলী প্রমুখ। জনপ্রতি ১০ কেজি করে সর্বমোট ১০৯২ জন ভোক্তার মাঝে চাল বিতরণ করা হয়েছে।
