ডিসেম্বর ১, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য, প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাই নাই” এই স্লোগান সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার তুষভান্ডার বাজারের সুপার মার্কেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ও কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রায় দুই ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্ জামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখে—বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহীনুর রহমানসহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

বক্তরা বলেন, সরকার যখন দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন। সেখানে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের। ফলে যতদ্রুত সম্ভব এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানাই। একই বয়সী শিক্ষার্থীরা একই পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করলেও শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীদের সঠিক মেধা যাচাই ও মূল্যায়নের জন্য কিন্ডারগার্টেন ও বেসরকার বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী মেধা পরীক্ষায় অংশগ্রহণের সমান অধিকার রাখার জোরালো দাবি জানাই। শিগগিরই দাবি আদায় না হলে আগামীতে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। পাশাপাশি দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছি।

মানববন্ধন শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদান প্রসঙ্গে স্মারক লিপি প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print