সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৫:২৩ পিএম

খেলাফত মজলিস বগুড়া জেলার দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

Oplus_16908288
Oplus_16908288

বুধবার দুপুরে বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ মিলনায়তনে খেলাফত মজলিস জেলার অধীনে সকল শাখা দায়িত্বশীলদের নিয়ে সম্মেলন মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জেলা সেক্রেটারি ইউসুফ হাবিবের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানী, সহ-সভাপতি মওলানা আব্দুল মাজেদ আনসারী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আব্দুল বাকী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশ জাতি ও মিল্লাতের সংকটকালীন পরিস্থিতিতে বাংলাদেশ খেলাফত মজলিস দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ করে দেশব্যাপী সাংগঠনের কাজ জোরদার করার জন্য মাসব্যাপী দাওয়াতি কর্মসূচি বাস্তবায়নে সকলকে ভূমিকা রাখার আহ্বান করেন। ঘুষ সন্ত্রাস দূর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য খেলাফত মজলিশ কাজ করে যাচ্ছে। তিনি দ্রুত সময়ের মাঝে সকল শাখা পুনর্গঠন করে সংগঠনের কাজকে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সকল দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকসুত্রাপুর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মঞ্জুরুল ইসলাম, কাটনারপাড়া রওশন শাহ মাদরাসার মুহতামিম মাওলানা আবু হুরায়রা ।

জেলা সভাপতি মাওলানা সালমান দোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্ত ঘোষণা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print