ডিসেম্বর ১, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ণ

চলন্ত ভ্যানে সিএনজির ধাক্কা; প্রাণ গেল শিশুর

Oplus_16908288
Oplus_16908288

নওগাঁর মান্দায় চলন্ত ভ্যানের পিছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আছিয়া জান্নাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার পলাশবাড়ী-পাঁজরভাঙ্গা আঞ্চলিক সড়কের তালপাতিলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া জান্নাত উপজেলার চকরামপুর উত্তরপাড়ার মোহাম্মদ আকাশের একমাত্র মেয়ে।

মান্দা থানা পুলিশ এবং নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, ঈদে আত্মীয়র বাড়ীতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বেলা সাড়ে ১২ টার দিকে আকাশ এবং তার পরিবারের সদস্যরা মিলে পাশ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলার সোনাডাঙা গ্রামে যাওয়ার জন্য নিজ বাড়ী থেকে বের হন। যাওয়ার পথে ভ্যানটি উপজেলার কশব ইউনিয়নের পলাশবাড়ী-পাঁজরভাঙ্গা আঞ্চলিক সড়কের তালপাতিলা নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি সিএনজি ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা শিশু আছিয়া জান্নাত ছিটকে সড়কে পড়ে যায়। শিশুটি সড়কে পড়লে তার মাথায় এবং শরিরের বিভিন্ন অংশে আঘাত লাগে। তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশ সিএনজিসহ ওই চালককে আটক করে থানায় নিয়ে এসেছে। আইনগত ব্যবস্থা শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print