ডিসেম্বর ১, ২০২৫ ৯:৪৪ পূর্বাহ্ণ

চানাচুর তৈরীতে বিষাক্ত রঙ ব্যবহার, ব্যবসায়ীকে অর্থদন্ড

চানাচুর তৈরীতে বিষাক্ত রঙ ব্যবহার, ব্যবসায়ীকে অর্থদন্ড
চানাচুর তৈরীতে বিষাক্ত রঙ ব্যবহার, ব্যবসায়ীকে অর্থদন্ড। ছবি: এনসিএন

বগুড়া সদরের দোবারিয়ায় খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) বগুড়া সদরের দোবারিয়া এলাকায় ম্যানেজার ফুড প্রোডাক্টসকে এ অর্থদন্ড দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা যায়, মুখরোচক খাবার চানাচুরে বিষাক্ত রঙ ব্যবহারের দায়ে ম্যানেজার ফুড প্রোডাক্টসের মালিক রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে অভিযোগের ভিত্তিতে উপজেলার দোবাড়িয়া এলাকার ম্যানেজার ফুড প্রোডাক্টাস প্রতিষ্ঠানে সোমবার দুপুরে অভিযানপরিচালনা করা হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম বলেন, চানাচুরে বিষাক্ত রঙ ব্যবহার হচ্ছে এমন তথ্য পেয়ে কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ছাড়াও কারখানার পরিবেশ নোংরা-অস্বাস্থ্যকর ছিল।

তিনি আরও বলেন, খাদ্যদ্রব্যে বিষাক্ত রঙ ব্যবহার করে ব্যবসায়ী রবিউল ভোক্তা সাধারণকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে। এ জন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print