ডিসেম্বর ১, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ণ

ছাত্রজনতার উপর হামলাকারী, ৩ জন এজহারভুক্ত কর্মচারী গ্রেফতার

Oplus_16777216
Oplus_16777216

জুলাই- আগস্টে ছাত্রজনতার ওপর হামলার এজহারভুক্ত ৩ আওয়ামী কর্মকর্তাদের পুলিশের হাতে তুলে দিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) কর্মরত অবস্হায় তাদেরকে লিগ্যাল সেলে নিয়ে যায় শিক্ষার্থীরা পরবর্তীতে পুলিশ কে জানানো হলে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন। এজাহার ভুক্ত আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পঙ্কজ কুমার, অর্থ ও হিসাব শাখার উপ পরিচালক আমিনুল হক, অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক আবদুল্লাহ আলমাস।

জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্নভাবে ছাত্রদের উপর হামলা করে। আওয়ামী লীগের কোনো দোসর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে থাকতে পারবে না। যেখানে থাকবে সেখানে আমরা প্রতিবাদ জানাবো।

মতিহার থানার ভারপ্রাপ্ত ওসি আবদুল মালেক বলেন, তাদের বিরুদ্ধে মামলা আছে তাই তাদেরকে নিয়ে যাচ্ছি। তারা এজাহার ভুক্ত আসামি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মামলা আছে। মতিহার থানা পুলিশ আমাকে সুনির্দিষ্ট প্রমাণ দেখিয়েছে তাই আমি তাদেরকে নিয়ে যেতে দিয়েছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print