সামাজিক নৈতিকতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন বলে মন্তব্য করেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে বগুড়ার ধুনটের নিমগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী-সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
নিমগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহসীন আলীর সভাপতিত্বে দেশ ও জাতির কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, বর্তমান সময়ে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে হলে ইসলামি মূল্যবোধকে ধারণ করে গণমানুষের পাশে দাঁড়াতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় একমাত্র ইসলামই পারে কার্যকর ভূমিকা রাখতে।
নিমগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হযরত আলীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব দবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা জামায়াতের শুরা সদস্য ও ধুনট উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নিমগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী মাস্টার, ধুনট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফিরোজ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আগামী নিমগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রভাষক আতাউর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান অতিথি।
