ডিসেম্বর ১, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ণ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় মৎস্য দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: এনসিএন

‘নিরাপদ মাছে ভরাবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার বগুড়া জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি আয়োজিত মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালীও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

এদিন বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক র‌্যালী বগুড়া শহর প্রদক্ষিন করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারূল কবির আহম্মেদ।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, জেলা আওযামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারন সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা বেগম।

আলোচনা সভা শেষে বগুড়া সদর উপজেলা পরিষদের পুকুরে মাছে পোনা অবমুক্ত করা হয়।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print