ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ণ

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতার ১০ হাজার বৃক্ষরোপণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দিনটিকে স্বরণীয় করে রাখতে জেলার বদলগাছী ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর ও বদলগাছী শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

রবিবার ৬ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাদেবপুর উপজেলার রাইগাঁ, এনায়েতপুর, খাজুর ও চাঁন্দাশ এবং বদলগাছীর সদর ইউনিয়নে বিভিন্ন জাতের প্রায় ৫ হাজার গাছ রোপন ও বিতরণ করা হয়।

এর আগে শনিবার ৫ জুলাই মহাদেবপুরের ৪টি ইউনিয়নে গাছ রোপণের মধ্যে দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

এদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার হাতুড়, সফাপুর, উত্তরগ্রাম ও চেরাগপুর ইউনিয়নে প্রায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছ রোপণ ও বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রেজাউল ইসলাম ও একই উপজেলার হাতুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মহাদেবপুর উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও সফল রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন কৃষক বান্ধব একজন নিরহংকারী নেতা। তিনি অনায়াসে গরীব দুঃখি মানুষদের আপন করে নিতে পারতেন। তার আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করা গর্বের বিষয়।

ফজলে হুদা বলেন, তিনি খাল খনন কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। এছাড়া তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়।

এছাড়া বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়। আর গাছ থেকে এই অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছি। তাই বেঁচে থাকার প্রয়োজনেও আমাদের প্রত্যেককে একটি করে গাছ লাগানো উচিত বলে আমি মনে করি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print