আগস্ট ২, ২০২৫ ৭:৪২ এএম

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান ছাত্র-জনতার বিজয় মিছিল সফল করতে বগুড়া জেলা যুবদলের কমিটি গঠন

আগামী ৬ আগষ্ট (বুধবার) বগুড়া জেলা বিএনপির আয়োজনে ‘জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান-২০২৪’ ছাত্র-জনতার বিজয় মিছিল সফল করতে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করেছে জেলা যুবদল। 

রোববার (২৭ জুলাই) রাতে জেলা যুবদলের দলীয় কার্যালয়ে এই কমিটি গঠন করে দলটি।

এতে বগুড়া শহর ও সদর উপজেলার দায়িত্ব দেওয়া হয় জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান ও দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিনকে।

এছাড়াও বগুড়ার প্রতিটি উপজেলা ও পৌর এলাকায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছে-

বগুড়া জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এসকল ইউনিটের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের নেতৃত্বেই মিছিল আকারে নির্ধারিত কর্মসূচির স্থানে উপস্থিত থাকার আহ্বানও জানান জেলা যুবদল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print