৩৬ জুলাই (৫ আগস্ট) ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন এবং শ্রদ্ধা নিবেদন কর্মসূচি।
সকালে রাজশাহী সি অ্যান্ড বি মোড় এলাকায় অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ সাকিব আঞ্জুমের পিতা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানাতে আসা অনেকেই জানান, গত এক বছরে দেশের সামগ্রিক উন্নয়ন আশানুরূপ হয়নি। তারা বলেন, মানুষের অধিকার আদায়ের যে আন্দোলন হয়েছিল, তার মূল লক্ষ্য যেন ব্যর্থ না হয়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট হতে হবে।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন প্রশাসনের কর্মকর্তারা।
দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শনী এবং দোয়া মাহফিলের।
