বগুড়া শহরের আকাশতারা রেললাইনের পাশে দাঁড়ানো একটি মাইক্রোবাস সান্তাহারগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ ৭জন আরোহীর মধ্যে ১৫ মাসের এক শিশু ঘটনা স্থলে মারা গেছে।
রেলওয়ের পুলিশ ফঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান , বুববার বেলা সাড়ে ১১ টায় লালমনির হাট থেকে সান্তারহারগামী একটি ট্রেন যাবার পথে শহরের চেলোপাড়ার কাছে আকাশতারা রেল লাইনের পাশে দাঁড়ানো মাইক্রেবাসটির সাথে ধাক্কা লাগে ।
এতে ঘটনা স্থলে ১৫ মসের এক শিশু মারিয়া ঘটনা স্থলে মারা যায়। বাবা বাসে দুই জমজ শিশু, শিশুদের বাবা,মা ও বাবা মিন্টু মিয়ার দুই শ্যালিকাসহ বগুড়ায় তার শশুর বাড়িতে বেড়াতে আসে। তারা মাইক্রোবাসটি রেল লাইনের পাশে রেখে বিশ্রাম নিচ্ছিল। মাইক্রোবাসটি এমন ভাবে রাখা ছিল সেটি ট্রেনের কোনার সাথে থাক্কা খেয়ে রাস্তার পাশে গাছের সাথে আটকে যায়। এ সময় জমজ শিশু দুইটর মধ্যে একটি শিশু ঘটনা স্থলে মারা যায়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
