অক্টোবর ১৫, ২০২৫ ১১:০০ পিএম

ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র টেন্ডারে অনিয়ম, পছন্দের ঠিকাদারকে সুপারিশ উপপরিচালকের

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র পরিবহন টেন্ডারকে ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কৌশলে পুনঃদরপত্র আহ্বান করে পছন্দের ঠিকাদারের পক্ষে সুপারিশ করেছেন বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক মোঃ ফারুক হোসেন। তবে তার দাবি, কৃষকদের সময়মতো বীজ সরবরাহের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বীজ পরিবহন কার্যক্রমের জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে চারটি প্রতিষ্ঠান অংশ নিলেও সর্বনিম্ন দরদাতা মোসার্স মাহবুব এন্টারপ্রাইজকে পূর্বের কাজে অনিয়মের অভিযোগে মূল্যায়ন করা হয়নি। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার পরিবর্তে টেন্ডার বাতিল করা হয়। পরে ১৮ সেপ্টেম্বর পুনঃদরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার মোঃ আমিন উদ্দীন সরকারকে অন্তর্ভুক্ত করে সর্বনিম্নের চেয়ে বেশি দর দিয়েও তাকে সুপারিশ করা হয়।

এ ঘটনায় অন্যান্য ঠিকাদাররা অভিযোগ করেন, উপপরিচালক ফারুক হোসেন ক্ষমতার অপব্যবহার ও অর্থের লোভে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে নিয়ম ভঙ্গ করেছেন। দেশের অন্য ১২ জেলায় একই টেন্ডার হলেও অনিয়ম হয়নি, কেবল ঠাকুরগাঁওয়ে এ ব্যতিক্রম ঘটেছে বলেও তারা দাবি করেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একই জেলায় একাধিক দায়িত্বে থেকে স্থানীয় ঠিকাদারদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন উপপরিচালক ফারুক হোসেন। এ কারণে অনিয়মের সুযোগও বেশি পাচ্ছেন তিনি। সুপারিশকৃত ঠিকাদার মোঃ আমিন উদ্দীন সরকার নিজেও স্বীকার করেছেন, এর আগে দিনাজপুরে কাজ নিয়ে তিনি যথাযথভাবে সম্পাদন করতে পারেননি। এমনকি এবার কাজ নিজে করবেন নাকি অন্যকে বিক্রি করবেন—তা নিয়েও তিনি অনিশ্চয়তা প্রকাশ করেন।

এ বিষয়ে উপপরিচালক ফারুক হোসেন দাবি করেন, তিনি নিয়ম মেনেই সুপারিশ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপি সভাপতি ফয়সল আমিনের জন্যই দীর্ঘদিন ধরে এ জেলায় দায়িত্ব পালন করছেন। এরপর তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোঃ মোশাব্বের হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print