ডিসেম্বর ১, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে জীবিত একটি নবজাতক উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে একটি নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (২৪ মার্চ) সকালে সদরের জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয় ওই নবজাতক শিশুটিকে। পরে শিশুটিকে ওই গ্রামের আশরাফুল ইসলামের বাসায় নিয়ে আসে তার স্ত্রী। শিশুটিকে পরিষ্কার করে খাওয়ানো হয় বায়োমিল।

স্থানীয়রা জানান, ভুট্টা ক্ষেতের পাশেই মরিচ ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন নারী,এ সময় পাশের ভুট্টা ক্ষেত থেকে নবজাতক শিশুটির কান্না শুনতে পায় তারা। পরে ক্ষেতের ভিতরে গিয়ে নবজাতক শিশুটিকে দেখে উদ্ধার করা হয়।

পরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম ও সিভিল সার্জন ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির স্বাস্থ্যপরিক্ষায় সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে পাঠায়।

এ সময় তারা বলেন, নবজাতকের পরিবারকে খোঁজা হবে না পেলে যারা নিতে ইচ্ছুক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের হাতে তুলে দেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print