ডিসেম্বর ১, ২০২৫ ৬:৩৫ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে মাদকসহ গেজেট ভুক্ত জুলাই যোদ্ধা আটক

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে ২১ বোতল ফেন্সিডিল সহ সেলিম রেজা (২৭) নামে গেজেটভুক্ত এক জুলাই যোদ্ধাকে আটক করেছে।

সোমবার রাত সারে ১১ টায় জেলা সদরের জামালপুর ইউনিয়নের মহেষপুর গ্রামের নিজ বাসায় তল্লাসি চালিয়ে তাকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ারে আলম খান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের খুরশেদ আলীর বাসায় সেনাবাহিনীসহ পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় তার ছেলে সেলিম রেজাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তির বেড রুম থেকে ২১ বোতল ফেন্সিডিল, দুইটি মোবাইল ও নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তিতে আটককৃত সেলিমকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী। আটককৃত সেলিম সংবাদকর্মীদের কাছে স্বীকার করেন তিনি একজন তালিকাভুক্ত জুলাই যোদ্ধা। সে এরইমধ্যে সরকারের সব সুবিধা গ্রহন করেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ারে আলম খান জানান, সে একজন জুলাই যোদ্ধা এটি নিশ্চিত হওয়া গেছে। সরকারের দেয়া কার্ড পাওয়া গেছে। তবে সে একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনগত প্রদক্ষেপ নেয়া হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print