অক্টোবর ১৫, ২০২৫ ৬:২৪ পিএম

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করলেন রিপন

Oplus_16908288
Oplus_16908288

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ করেছেন সদ্য নির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।  

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার কির্ত্তিপুর বাজারে লিফলেট বিতরণের এ প্রচারণা করেন তিনি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে উৎযাপন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে এদিন বিকেলে কির্ত্তিপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে কির্ত্তিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিযন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ও জেলা শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগের সঞ্চালনায় প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সদর থানা বিএসপির সহ- সভাপতি খন্দকার আখলাকুর রতন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, পৌর মহিলা দলের সভাপতি আমেনা বেগম, কির্ত্তিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর কবির বিদ্যুৎ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক শামীনুর রহমান ও থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জাকারিয়া আলম রেমিও, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, জেলা ছাত্রদলের সহ-সহ-সাংগঠনিক আলামিন বাদশাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

রাজপথে ছাত্রদল করে উঠে আসা এই নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবার নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

মামুনুর রহমান রিপন ছিলেন নওগাঁ সরকারি কলেজের নির্বাচিত প্রো ভিপি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, দুই বারের নির্বাচিত জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির দুই বারের সাবেক সাংগঠনিক সম্পাদক।

মনোনয়ন প্রত্যাশী মামুনুর রহমান রিপন সদর উপজেলার কির্ত্তিপুর বাজারে সাধারণ মানুষের সাথে মতবিনিময়, তাদের আশা-আকাঙ্ক্ষার কথা এবং বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।

মামুনুর রহমান রিপন বলেন, তারেক রহমান জানেন সবার আগে বাংলাদেশ। তাই আমাদের নেতা তারেক রহমান অনেক আগেই মানবিক বাংলাদেশ গঠনের জন্য “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” ঘোষণা করেছেন। তাঁর ঘোষিত এই ৩১ দফা বাস্তবায়নের কর্মসূচি ছিল মানবিক, গণতান্ত্রিক ও গণঅধিকারভিত্তিক রাজনীতির পথে আরও এক দৃঢ় পদক্ষেপ।

তিনি বলেন, তারেক রহমান বলেছেন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে এবার। তাই সকলকে সতর্ক ও ধৈর্য্য ধারণ করতে হবে, মানুষের মন জয় করতে। সাধারণ মানুষের মন জয় করাই হবে বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য ও উদ্দেশ্য।

কারণ মানুষের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর এই পরিবর্তনকে বুকে ধারণ করে মানুষের প্রত্যাশার কাছে দলের ও নিজের অবস্থান তুলে ধরতে হবে। আশা করছি দল যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিবেন। এক্ষেত্রে আমি অনেক আশাবাদী।

তিনি আরও বলেন, নওগাঁ ধানের শীষ প্রতীকের আতুরঘর। ধানের শীষ মানুষের আশা-আঙ্খার প্রতীক। দীর্ঘদিন মানুষ ধানের শীষে ভোট দিতে পারেনি। তাই এবার মানুষ অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ধানের শীষে ভাোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে। তাই আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে রিপন বলেন, সামনে দুর্গাপূজা উপলক্ষে আপনারা সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করবেন। তারা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করতে হবে। তারেক রহমানের নির্দেশ অসাম্প্রদায়িক এই দেশে ধর্ম যার যার উৎসব সবার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print