ডিসেম্বর ১, ২০২৫ ১০:২১ পূর্বাহ্ণ

থানার ডেলিভারি সার্ভিস ঘরে মিটিং করছিল ইউপি সদস্য; স্ত্রী’র মামলায় গেল কারাগারে

নওগাঁর বদলগাছীতে স্ত্রী’র দায়ের করা যৌতুকের মামলায় এক ইউপি সদস্য কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ২৬ এপ্রিল তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

তার নাম আব্দুল করিম ওরফে চয়েন (৩৮)। তিনি উপজেলার গোয়ালভিটা গ্রামের গছিম উদ্দিনের ছেলে এবং পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়র্ডের ইউপি সদস্য ও উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য।

এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বদলগাছী থানা পুলিশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তোর করে।

পুলিশ জানায়, ইউপি সদস্য করিমের স্ত্রী বাদী হয়ে জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের তিন ধারায় মামলা দায়ের করেন। আদালত ২০২৪ সালে করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন, গত শুক্রবার থানায় জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে ডেলিভারি সার্ভিস ঘরে মিটিং করছিলো আব্দুল করিম ওরফে চয়েন। এ সময় তাকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print