ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ণ

থামছে না গরু-ছাগল চুরি; দুই রাতে আবারও খোয়া গেল ১৩টি

নওগাঁর রাণীনগরে কোনক্রমেই থামানো যাচ্ছে না গরু-ছাগল চুরির প্রবণতা। পুলিশের জোরালো পদক্ষেপের অভাবে বেপরোয়া হয়ে উঠছে চোরের দল। ফলে বেড়েই চলেছে তাদের চুরির কর্মকান্ড। এবার দুই রাতে ১৩টি গরু-ছাগল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪টি গরু ও ৯টি ছাগল। 

শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার রঞ্জনিয়া পাকারমাথা এলাকায় কৃষক ডব্লু প্রামানিকের বাড়ি থেকে দু’টি গরু ও দু’টি ছাগল চুরির ঘটনা ঘটেছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝগ্রামের আজিজুল হকের বাড়ি থেকে কোরবানীর গরুসহ দু’টি গরু এবং সাতটি ছাগল চুরির ঘটনা ঘটে। এতে করে এলাকাবাসির মাঝে চুরি আতঙ্ক দেখা দিয়েছে।

কৃষক ডব্লু প্রামানিক জানান, শুক্রবার রাতে গরু-ছাগল গোয়াল ঘরে তুলে তালা দিয়ে ঘুমিয়ে পরি। রাত আনুমানিক তিনটার দিকে উঠে গোয়াল ঘরের বৈদ্যুতিক ফ্যান বন্ধ করে আবারও ঘুমিয়ে পরেন। ভোর সাড়ে চারটা দিকে ঘুম থেকে ওঠে বাহিরে বের হতে চাইলে দেখতে পান বাহির থেকে দরজার শিকল আটকানো রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় শিকল খুলে বাহিরে বের হন তিনি। এরপর দেখেন চোরেরা বাড়ির প্রাচীরের ইট খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে মেইন গেটের এবং গোয়াল ঘরের দরজার তালা কেটে তিন লাখ টাকা মূল্যের দু’টি গরু ও ৩০ হাজার টাকা মূল্যের দু’টি ছাগল চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

আজিজুল হকের ছেলে মেহেদী হাসান জানান, বুধবার সাতজন ভাগে কোরবানীর জন্য ৮১ হাজার টাকায় একটি গরু কিনে আনেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির মধ্যে গোয়াল ঘরে কোরবানীর একটি গরু ও বাড়ির একটি গরু এবং সাতটি ছাগল রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। এরপর ভোর রাতে ঘুম থেকে ওঠে দেখতে পান চোরেরা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে মেইন দরজার তালা এবং গোয়াল ঘরের তালা কেটে ৯টি গরু-ছাগল চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print