ডিসেম্বর ১, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ণ

দায়িত্বে অবহেলা ও দুর্নীতিতে অভিযুক্ত ওসি মিলাদুন্নবী প্রত্যাহার

দায়িত্ব পালনে অনিয়ম, অবহেলা ও দুর্নীতির অভিযোগে বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ অফিস বগুড়ার ওআর শাখায় সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে জারি হওয়া এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনের সময় ওসি মিলাদুন নবী ধর্তব্য অপরাধে মামলা রুজু না করে আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অপরাধীদের ব্যবহৃত একটি পুলিশ কালারের পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো ২-১৪-৪১৩৭) শনাক্তে বিআরটিএ’র সঙ্গে পত্রালাপ না করে দায়িত্বে অবহেলা করেছেন।

একইসাথে গুরুত্বপূর্ণ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ব্যর্থতা এবং পুলিশ ক্লিয়ারেন্স প্রদানের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত আদেশে বলা হয়, স্মারক নং ৪৪.০১.০০০০.০১২১৯০০৫২৫৯১২/১(১৫০) অনুযায়ী এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print