ডিসেম্বর ১, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

দেড় সহস্রাধিক মানুষ পেল ঈদ বস্ত্র

আর মাত্র কয়েক ঘন্টা বাকি ঈদ আনন্দের। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কারো কারো নতুন পোশাক কেনা শেষ। কেউ কিনছে। কারো এখনও কেনা বাকি। আবার কেউ অপেক্ষায় আছে অন্যের কাছ থেকে পাওয়ার জন্য। হয়তো কারো কপালে জুটবে, কেউ হতাশ হয়ে ফিরে যাবে।

তাই ঈদের দিন মুখে হাসি ফোটাতে নওগাঁর মহাদেবপুরে দেড় সহস্রাধিক মানুষের হাতে ঈদ উপহার নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। উপজেলা কৃষকদলের আয়োজনে শনিবার ২৯ মার্চ সকালে জাহাঙ্গীর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নতুন বস্ত্র বিতরণ করা হয়।

তারেক জিয়ার পক্ষ থেকে দেড় সহস্রাধিক ওই সকল মানুষের মুখে হাসি ফোটাতে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল তাঁর নিজ উদ্যোগে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও শার্ট বিতরণ করেন।

নতুন পোশাক নিতে এসে ৯০ বছরের মোহাম্মদ আলী পেয়েছেন পাঞ্জাবি ও বাক প্রতিবন্ধী ফুলবানু পেয়েছেন শাড়ি। ঈদের আগে তারা এই পোশাক পেয়ে চরম খুশি। দোয়া করলেন সকলের জন্য।

জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি সুলতান মামুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু, মহাদেবপুর কৃষকদলের সহ-সভাপতি হারুন রশিদ ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ উপজেলার বিভিন্ন নেতাকর্মী।

প্রধান অতিথি ফজলে হুদা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার এই ছোট্র প্রয়াস। আমি যেটাই দিই, সেটা আপনারা সাদরে গ্রহণ করবেন। আমার কোন চাওয়া নেই আপনারা শুধু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print