অক্টোবর ১৬, ২০২৫ ২:৩০ এএম

দ্বিতীয় অবরোধের শেষ দিনে পানিবাহী ট্যাংকারে অগ্নিসংযোগ

বগুড়া বেতগাড়ি ফটকি ব্রিজ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এটি পানিবাহী ট্যাংকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। আগ্নিকান্ডে পুড়ে যাওয়া ট্রাকের নম্বর ঢাকা মেট্রো-ড ১১-০৩৩৮।

ঘটনা ঘটার পরপরই পুলিশ সদস্যরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ট্রাকে আগুন দেয়ার বিষয়ে ট্রাক চালক মো: হাফিজুর রহমান গাজি বলেন, এশিয়ান হাইওয়ে নির্মাণের গাড়ি এটি। আমি গাড়িটি থামিয়ে রাস্তা নির্মাণ কাজে পানি দিচ্ছিলাম এসময় ১০- ১২ জন যুবক এসে ককটেল সদৃশ কিছু আমার গাড়িতে ছুড়ে মারলে বিকট শব্দ হয়ে গাড়িতে আগুন ধরে যায়। পরে পুলিশ এসে গাড়িতে আগুণ নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, বিএনপির ডাকা দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের বনানী বাইপাস মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে। এই নিউজ লেখার আগে পর্যন্ত জেলায় কোন বিচ্ছিন্ন ঘটনা কিংবা নাশকতার খবর পাওয়া যায়নি।

আরো পড়ুনঃ বগুড়ায় র‍্যাবের অভিযানে নাশকতা মামলার দুই আসামি গ্রেপ্তার

তবে র‍্যাব বলছে হরতাল অবরোধকে ঘীরে বেড়েছে চোরাগুপ্তা হামলা। মহাসড়কে কয়েকদল যুবক বিভিন্ন মোড়ে মোটরসাইকেল এবং অটোরিকশা ব্যবহার করে পেট্রোল হাতে নিয়ে পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ করছে এবং যাত্রীবাহী বাস ভাংচুর করছে। এ বিষয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। যেকোন নাশকতা ঠেকাতে আমরা র‍্যাব বাহিনী, পুলিশ এবং বিজিবি সর্বদা প্রস্তত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print