ডিসেম্বর ১, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ণ

দ্বিতীয় বিয়ের জেরে নৃশংস প্রতিশোধ: বগুড়ায় ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে লিঙ্গ কেটে ফেলল স্ত্রী

Oplus_16908288
Oplus_16908288

দ্বিতীয় বিয়ের জেরে ভয়াবহ ঘটনার শিকার হয়েছেন মো. রাজু (৪২) নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, প্রথম স্ত্রী ঘুমন্ত অবস্থায় স্বামীর হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে লিঙ্গ কর্তন করেন।

এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর স্কুলপাড়া এলাকায়।

আহত রাজু পেশায় একজন গাড়িচালক, স্থানীয় বাসিন্দা হাচেন আলীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রাজু দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই তার প্রথম স্ত্রী তানজিলার সঙ্গে দাম্পত্য কলহ চরমে ওঠে। ঘটনার দিন রাতে গাড়ি চালিয়ে সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন রাজু। তখনই তার প্রথম স্ত্রী ওড়না দিয়ে হাত-পা বেঁধে তার ওপর নৃশংস হামলা চালান বলে অভিযোগ।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, “ঘটনার পর থেকে অভিযুক্ত তানজিলা পলাতক রয়েছেন। এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্ত তানজিলার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print