ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ণ

ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিরাজুলের পাশে আসিফ সিরাজ রব্বানী

বগুড়ার ধুনটে একই পরিবারের ৩টি সিএনজি ও ১টি ভাড়াটিয়া বসতঘরে আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে তিনি নিজস্ব তহবিল থেকে সহায় সম্বলহীন সিরাজুল ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা করেন।

এর আগে গত ২৪ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম তার দুই পুত্র সজীব ও শিহাব উদ্দিনের পৃথক পৃথক মালিকানায় থাকা তিনটি সিএনজি একই সাথে ভাড়াকৃত টিনের একটি ঘর আগুনে পুড়ে যায়। এতে দুই ছেলে সহ কর্মহীন ও দিশেহারা হয়ে পড়ে সিরাজুল। পরে গনমাধ্যমে সংবাদ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পারে। ২৮ আগস্ট বৃহস্পতিবার আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন ও আর্থিক সহায়তা করেন সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ও তার পুত্র আসিফ সিরাজ রব্বানী সানভি।

এসময় বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ, রফিকুল ইসলাম শাহীন, আকতার হোসেন সেলিম, হায়দার আলী হিন্দোল, মোখফিজুর রহমান বাচ্চু, মাহফুজার রহমান শাহ আলী, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জ্বল, আল আমিন, আবু মুুছা, মনিবুর রহমান, মিঠু, জাহিদুল ইসলাম মধু, সেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুবুল হক রঞ্জু, আতিকুর রহমান শিতল, রাসেল তালুকদার, শ্রমিকদল নেতা আসাদুল ইসলাম, স্বপন মিয়া ছাত্রদল নেতা আলম হাসান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print