বগুড়ার ধুনটে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৮ আগস্ট বিকাল ৫ টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা প্রভাষক আব্দুল করিমের সঞ্চলনায় প্রস্তুতি সভায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল তালুকদার, সহকারী সেক্রেটারি মাহমুদ আলম লেবু, মাওলানা ফিরোজ আহম্মেদ, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা জহুরুল ইসলাম, খলিলুর রহমান, বায়তুলমাল সম্পাদক তরিকুল ইসলাম।
এসময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
