সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৫:২২ পিএম

ধুনটে তিন বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ৩ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত আবু কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে সারিয়াকান্দি উপজেলার কড়িতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু কালাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের মৃত আলতাব আলীর ছেলে।

পুলিশ মামলার বরাত দিয়ে জানান, গত ২৮ আগস্ট সকাল ৭টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামে বাদীর ৩ বছর বয়সের শিশুকন্যা নিজ বাড়িতে খেলা করছিল। এসময় প্রতিবেশী মৃত আলতাব আলীর ছেলে আবু কালাম (৫৫) বিস্কুট দেবার কথা বলে ওই শিশুকে কোলে তুলে নিজ বাড়ীতে নিয়ে যায়। পরে শিশুটির মা মেয়েকে আনতে ওই বাড়িতে যায়। গিয়ে ঘরে ঢুকতেই দেখতে পান আবু কালাম তার শিশুকন্যাকে ধর্ষণ করছে। এসময় তিনি চিৎকার দিলে কালাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনার পর ভুক্তভোগীর শিশুর স্বজনরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে ১ সেপেন্টম্বর রাতে ভুক্তভোগী ওই শিশুর বাবা বাদি হয়ে আবু কালামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি আবু কালাম সারিয়াকান্দি উপজেলায় আত্মগোপনে ছিল। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার ভোর রাতে কড়িতলা নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ জানান, তিন বছরের শিশু ধর্ষন মামলার আসামি আবু কালামকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print