ডিসেম্বর ১, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

ধুনটে নদীর পাড় থেকে অজ্ঞাত ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার ধুনটে বাজারের ব্যাগে ভরা অবস্থায় অজ্ঞাত পরিচয়ধারী ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া বাজারের পশ্চিম পাশে ইছামতি নদীর পাড় থেকে একদিন বয়সী ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

কালেরপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য বেলাল হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে ইছামতি নদীর পাড়ে এক নারী গরুর ঘাস কাটতে গিয়ে একটি বাজারের ব্যাগ দেখতে পায়। পরে ব্যাগটি খুলে ভিতরে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিয়ে স্থানীয়দের জড়ো করেন। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। তবে স্থানীয়দের ধারনা কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতক শিশুকে ফেলে রেখে গেছে।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, উদ্ধার করা নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হবে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print