জুলাই ২৩, ২০২৫ ৮:৩৩ পিএম

ধুনটে পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযানে ৫১০ গ্রাম গাঁজা সহ শীর্ষ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার রাত ১০ টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কোনাগাঁতি গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কোনাগাঁতি গ্রামের গোলাম রব্বানীর ছেলে বাদশা শেখ (৩২), আব্দুল আজিজ চান্দু (৩৬), একই গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে শাহ আলম (৩০) ও পার্শ্ববর্তী চান্দিনার গ্রামের সামাদ সরকারের ছেলে আব্দুল রানা (২৫)।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, সোমবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কোনাগাঁতি গ্রামের গোলাম রব্বানীর ছেলে চিহ্নিত মাদক কারবারি বাদশা শেখের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারিরা এসে মাদক কেনাবেচা করছে। পরে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যাওয়া চেষ্টা করে। তখন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করি। আটকের পর দেহ তল্লাশির করে প্রত্যেকের কাছ থেকে গাঁজা উদ্ধার পৃর্বক জব্দ করি। তিনি আরও জানান, এসময় একাধিক মাদক মামলার আসামি কামাল পাশা কৌশলে পালিয়ে গেছে। কামাল পাশা উপজেলার একই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের বাসিন্দা। এরা সবাই একাধিকবার মাদক সহ গ্রেপ্তার হয়েছিল। কিছুদিন কারাগারে থাকার পর জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print