বগুড়ার ধুনটে বাক প্রতিবন্ধী এক গৃহবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার ২৬ জুলাই বিকেলে ওই ভুক্তভোগী গৃহবধুর স্বামী বাদী হয়ে আলম হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামবল্লভপুর গ্রামের জনৈক এক ব্যক্তির (৩০) স্ত্রী বাক প্রতিবন্ধী (৩৫)। তার স্ত্রী কথা বলতে না পারায় প্রতিবেশি একই গ্রামের নায়েব আলীর ছেলে আলম হাসান (৪৫) তাকে মিথ্যা প্রলোভন সহ কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছে। এমতাবস্থায় ২২ জুলাই বিকাল সাড়ে ৫ টার দিকে ওই গৃহবধু রান্না করার সময় আলম হাসান তাকে টাকার লোভ দেখায়। কিন্তু ওই গৃহবধু এতে রাজি না হওয়ায় আলম হাসান তাকে জোরপূর্বক অনৈতিক কাজ করার চেষ্টা করে। ঐসময় গৃহবধুর শাশুড়ি বাড়িতে আসলে আলম হাসান দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এঘটনায় নিরুপায় হয়ে শনিবার বিকালে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে আলম হাসানকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।