জুলাই ২৩, ২০২৫ ৮:৫১ পিএম

ধুনটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার ধুনটে যুগিগাঁতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২২ জুলাই বিকেলে যুগিগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটুর সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক আতিকুর রহমান শিতল, সেচ্ছাসেবকদল নেতা রাসেল মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিবর রহমান, যুবদল নেতা এনামুল হক, মিলন ইসলাম, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল আওয়াল, রতন খান, ছাত্রদল নেতা আরাফাত হোসেন, হাসান মাহমুদ অপূর্ব, মনিরুল ইসলাম, সৈকত হাসান, আনোয়ার, সাজিদুল, আকাশ, আতিক, পরশ প্রমুখ।

খেলায় অংশ গ্রহণ করেন জীবন বনাম পরশ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র করায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ২-০ গোলে পরশ একাদশ জয়ী হয়। শেষে বিজয়ীদলের হাতে ৫ হাজার ও রানার্সআপ দলের হাতে ৩ হাজার টাকা তুলে দেন অতিথিরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print