ডিসেম্বর ১, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ণ

ধুনটে বিএনপির ৩১ দফা ও প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক আলোচনা সভা

Oplus_16908288
Oplus_16908288

‎বগুড়ার ধুনটে চিকাশি ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের কর্মসূচি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় মোহনপুর কল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ।

‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন।

‎তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য নারীদের সচেতনতা, শিক্ষার প্রসার এবং রাজনৈতিক অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নারী সমাজ এগিয়ে গেলে পুরো জাতি এগিয়ে যাবে।

‎তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে নারী সমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত করতে হবে, যাতে তারা সমাজের নেতৃত্বে ভূমিকা রাখতে পারে।

‎সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সময়োপযোগী ও বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা জরুরি। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার রয়েছে।

এসময় ‎আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল মমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, চিকাশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শিপন, উপজেলা ছাত্রদলের নেতা বদিউজ্জামান তমাল, চিকাশী ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা, যুবদলের নেতা রাজু আহম্মেদ, সমবায় দলের সভাপতি নাঈমুল ইসলাম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print