ডিসেম্বর ১, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

ধুনটে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ 

ধুনট থানা, ছবিঃ সংগৃহীত
ধুনট থানা, ছবিঃ সংগৃহীত

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভনে দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে উপজেলার চৌকিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই তরুণীর বাবা বাদি হয়ে শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ি গ্রামের মৃত মনতাজুর রহমানের ছেলে নাজমুল হাসান (৪০) দীর্ঘদিন ধরে একই গ্রামের মাস্টার্স ডিগ্রী শেষ করা এক তরুনীকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় একপর্যায়ে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখায় নাজমুল। পরবর্তীতে নাজমুল গত শুক্রবার দুপুরে ওই তরুণীকে বিয়ের কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয়। ওই তরুণী নাজমুলের বাড়িতে গিয়ে বিয়ের কথা বললে রাতে কাজি এসে বিয়ের কাজ সম্পুর্ণ করবে বলে আসবে জানায় নাজমুল। কিন্তু রাত গভীর হলে কাজি না আসায় নাজমুলকে কারণ জিজ্ঞেস করে ওই তরুণী। এতে নাজমুল ক্ষিপ্ত হয়ে তরুণীকে নিজ ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় নাজমুলের ছোট ভাই ইমরান বাহির থেকে ঘরের দরজায় শিকল লাগিয়ে দেয়। একপর্যায়ে ওই তরুণীর অসহায়ত্বের সুযোগ নিয়ে রাতভর ধর্ষণ করে নাজমুল। পরে শনিবার সকালে ওই তরুণী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে নাজমুলের পরিবার তাকে মারধর করে এবং ভয়ভীতি দেখায়। পরে অভিযুক্ত নাজমুল গা ঢাকা দেয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, থানায় একটি ধর্ষণের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print