ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ণ

ধুনটে বিস্ফোরক মামলায় সাবেক ইউপি সদস্য আ.লীগ নেতা গ্রেপ্তার

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার ধুনটে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আব্দুল ওহাব মন্ডল (৪০) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চালাপাড়া গ্রামের ফরিদ বাসস্ট্যান্ড এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল ওহাব ওই গ্রামের আজিজুল হক মন্ডলের ছেলে ও সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন।

জানা যায়, গত ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় বিএনপির নেতাকর্মীরা ধুনট শহরে বিক্ষোভ মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌছে পথসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করে উল্লাস করে। এসময় বিএনপির অর্ধশত নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়। এঘটনায় ১৭ অক্টোবর উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরনবী তালুকদার বাদি হয়ে সাংবাদিক, শিক্ষক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব এজাহার়ভুক্ত আসামি হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত হাসান মাহমুদ বলেন, আব্দুল ওহাব বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহার নামীয় আসামি। শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর শনিবার থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print