বগুড়ার ধুনটে ভিমরুলের কামড়ে মরিয়ম খাতুন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আড়কাটিয়া গ্রামের মোহাব্বত আলী সরকারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে আড়কাটিয়া প্রাথমিক বিদ্যালয়েরর প্রাক প্রাথমিক শিশু শিক্ষার্থী মরিয়ম খাতুন বাড়ীর অদূরে নদীর ধারে জঙ্গলে খেলা করছিল। এমন সময় সেখানে থাকা ভিমরুলের বাসা থেকে হঠাৎ ভিমরুল এসে মরিয়মের সারা শরীরে কামড়ায়। ভিমরুলের কামড়ে শিশুটি ব্যাথাসহ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করে। কিন্তু ভিমরুলের বিষক্রিয়ায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাতে শিশু মরিয়ম খাতুনের মৃত্যু হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালেরপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য বেলাল হোসেন।