ডিসেম্বর ১, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ণ

ধুনটে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির ৬ মাসের কারাদন্ড

বগুড়ার ধুনটে সবুজ খান নামে এক মাদক কারবারিকে ৬ মাসের কারাদন্ডসহ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এ কারা ও অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, রবিবার সকালে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের চান্দিয়ার গ্রামের ইউনুস আলীর ছেলে মাদক কারবারি সবুজকে ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে দন্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, আটককৃত ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ইয়াবা ধ্বংস করে ফেলা হয়। এক প্রশ্নের জবাবে বলেন, মাদক কারবারিরা সমাজ ও জাতির ক্ষতি করে। উপজেলা জুড়ে মাদক দমনে এমন অভিযান অব্যহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print