ডিসেম্বর ১, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ

ধুনটে শশুরবাড়ি থেকে ইজিবাইক উদ্ধার, জামাই গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলা থেকে শফিউল ইসলাম শাফি (৩৬) নামে এক ইজিবাইক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামের অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে।

এসময় ওই গ্রামের তার শশুর মোশাররফ হোসেনের বাড়ি থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়। এর আগে গত ২৭ আগস্ট দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ফুটানি বাজার থেকে ইজিবাইকটি ছিনতাই করে।

শফিউল ইসলাম ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, গত ২৭ আগস্ট সকালে যাত্রী নিয়ে বের হয় স্থানীয় ইজিবাইক চালক আপেল উদ্দিন মণ্ডল। এসময় স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি ঘুরতে যাওয়ার জন্য তার ইজিবাইকটি রিজার্ভ হিসেবে ভাড়া নেন। স্বপ্নপুরী পার্ক ঘুরে ফেরার পথে যাত্রীবেশী ওই দম্পতি চালকের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। একপর্যায়ে তারা চালক আপেল উদ্দিনকে চেতনানাশক মিশ্রিত সিগারেট খাইয়ে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠসংলগ্ন কাঁচা রাস্তায় ফেলে রেখে ইজিবাইক ও অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যায়। পরে ইজিবাইক মালিক বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এক প্রশ্নের জবাবে ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃত শফিউল ইসলামকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print