ডিসেম্বর ১, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ণ

ধুনটে শাশুড়ির নির্যাতন সইতে না পেড়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা চেষ্টা গৃহবধূর

বগুড়ার ধুনটে শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে নিপু খাতুন (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিপু খাতুন ওই গ্রামের ডন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ নিপু খাতুনকে শাশুড়ি শাহনাজ খাতুন দীর্ঘদিন ধরে মানসিক ভাবে নির্যাতন করে আসছিলো। শাশুড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে অভিমান করে বুধবার দুপুরে নিপু খাতুন তার মেয়েকে সাথে নিয়ে বসতঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয়। ঘরের দরজা বন্ধ করে দিয়ে দুইজনের শরীর ও ঘরের থাকা আসবাবপত্রে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন গিয়ে দরজা ভেঙে তাদের নিরাপদে বের করলেও ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print