বগুড়ার ধুনটে ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২৮) নামের এক বিকাশ দোকানীর বিরুদ্ধে।
শুক্রবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্কুলছাত্রীর বাবা জানান, ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া তার মেয়েটি শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার মথুরাপুর একটি গ্রামের নবীর তালুকদারের ছেলে বিকাশ দোকানী সুমন হোসেনের বাড়িতে টাকা ক্যাশ আউট করতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে সুমন ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক সুমন পালিয়ে যায়। এঘটনায় স্কুলছাত্রীর বাবা অভিযুক্ত সুমনের বিরুদ্ধে শনিবার ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তকে আটকে পুলিশ অভিযানে রয়েছে।
