ডিসেম্বর ১, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ণ

নওগাঁ জেলা যুবলীগ সভাপতি পিটু কারাগারে

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের সভাপতি এ্যাড. খোদাদাত খান পিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।

তার বিরুদ্ধে জেলা বিএনপি পার্টি অফিস ভাঙচুর এবং পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার খোদাদাত খান পিটু ওই এলাকার মৃত আব্দুল হাই খানের ছেলে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, তার নামে বিএনপি পার্টি অফিস ভাঙচুর এবং পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার ভোর আড়াইটার দিকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print