ডিসেম্বর ১, ২০২৫ ৭:৩৩ পূর্বাহ্ণ

সোহাগ হত্যার প্রতিবাদে

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের মশাল মিছিল

ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮ টায় ইনিস্টিউট ক্যাম্পাস চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

কলেজ শাখার ছাত্রনেতা শাহরিয়ার রাফি, তুরাগ মাহমুদ ও সাঈফ আরাফাতের নেতৃত্বে মশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা হাতে মশাল নিয়ে ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় পুরো এলাকায় উত্তপ্ত প্রতিবাদে গর্জে ওঠে শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার আমরাও চাই। কিন্তু একটি গুপ্ত সংগঠন এই হত্যাকান্ড নিয়ে নাটকীয়তা করছে। তারা শুধু মাত্র বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাই

“খুনির পরিচয় সে শুধুই খুনি, তার কোনো দল নেই। আমরা খুনির বা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই।”

তারা আরও বলেন, “অপরাধীর দলমত দেখা যাবে না—সে যেই হোক, তার কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”

এছাড়া তারেক জিয়াকে নিয়ে কটুক্তি শ্লোগান দেওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সবশেষে সোহাগ হত্যার সাথে জড়িত সকলের কঠোর শাস্তি দাবি করেন তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print