ডিসেম্বর ১, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ

মানহীনের সংজ্ঞা জানতে চান শিক্ষার্থীরা

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদের রাস্তায় তারা

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে রাস্তায় নেমেছে ওই কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া কলেজটিকে মানহীন আখ্যা দেওয়ায় ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা। আর এই কারণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২টায় মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা মেডিকেল কলেজ হল রুমে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা নওগাঁ মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলোকে প্রদক্ষিণ করে মুক্তির মোড় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন করে। এসময় বিভিন্ন শ্রেণির পেশার মানুুষ অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নওগাঁ মেডিকেল কলেজ কখনোই মানহীন হতে পারেনা, নওগাঁ মেডিকেল কলেজের একাডেমিক ফলাফল অন্যান্য মেডিকেল কলেজের থেকে অনেক ভালো। মান উন্নয়ন না করে উল্টো সরকার যে মানহীন আখ্যা দিয়ে মেডিকেল কলেজ বন্ধ করতে যাচ্ছে, এটি হঠকারী ছাড়া কিছুই না। এধরণের সিদ্ধান্ত নেয়া হলে মেডিকেল শিক্ষা ও চিকিৎসা খাতের বিশাল ঘাটতি তৈরি হবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবাও সংকোচিত হয়ে পড়বে। তাই এ ধরণের সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্টদের সরে আসার দাবি করা হয়। অন্যথায় নওগাঁবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

নওগাঁ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী হাসিবুল হাসন রাকিব বলেন, আমরা গত কয়েকদিন যাবত লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার মানহীন তকমা লাগিয়ে আমাদের এই মেডিকেল কলেজকে বন্ধ করে দিতে চাচ্ছে। নওগাঁ মেডিকেল কলেজ কখনোই মানহীন হতে পারেনা। আমাদের এখানে শিক্ষার্থী অনুপাতে প্রতি ৪ জন শিক্ষার্থীর জন্য ১জন করে শিক্ষক আছে। আমার মনে হয়না এটি বাংলাদেশের আর কোন মেডিকেল কলেজে আছে। এখানে যারা শিক্ষক আছেন তারা সকলেই উচ্চ দক্ষতাসম্পন্ন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিনে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাই থাকে। মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত সরকারের হঠকারিতা ছাড়া আর কিছুই না।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসাইবা বিনতে হক বলেন, স্বাস্থ্য উপদেষ্টা বলছেন মানহীন মেডিকেল কলেজ, আসলেই মানহীনতার সংজ্ঞাটা কী? কোন একটা মেডিকেলের দশ তলা এসি ভবন থাকলেই কি আমরা সেটিকে মান যুক্ত মেডিকেল কলেজ বলবো? নাকি সেই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একাডেমিক রেজাল্টসহ অন্যান্য বিষয়ের উপর নির্ধারন করবো। নওগাঁ মেডিকেল কলেজের অবকাঠামোগত সংকট রয়েছে, কিন্তু একাডেমিক দিক থেকে অন্যান্য মেডিকেল কলেজের থেকে নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনেক আগায়ে। গত ৭ বছরে আপনারা অবকাঠামোগত উন্নয়ন করতে পারেন নাই এটি আপনাদের ব্যর্থতা, এর জন্য তো মেডিকেল কলেজ বন্ধ করে দিতে পারেন না। সরকার মেডিকেল কলেজ বন্ধের যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটি যেন অবিলম্বে প্রত্যাহার করা হয়।

নওগাঁ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. ফারহান সাদিক রওনক বলেন, একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে টারশিয়ারি লেভেল এবং সরকারি হাসপাতাল গুলোকে সেকেন্ডারি লেভেলের হাসপাতাল ধরা হয়। টারশিয়ারি মেডিকেল কলেজে উন্নতমানের চিকিৎসকরাই থাকেন। ফলে রোগীরা সেখান থেকে উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে থাকেন। নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেলে নওগাঁ সদর হাসপাতাল একটি সেকেন্ডারি হাসপাতালই থেকে যাবে। ফলে এই জেলার ৩০ লক্ষ লোকজন উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে।

এবিষয়ে জানতে চাইলে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন বলেন, নতুন ৬টি মেডিকেল কলেজের মধ্যে মানের দিক থেকে নওগাঁ মেডিকেল কলেজ সবচেয়ে এগিয়ে আছে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছি নতুন যে ৬টি মেডিকেল কলেজ রয়েছে এদের মান যে পর্যায়ে উন্নত হওয়ার কথা ছিলো সেই পর্যায়ে নাকি আসেনি। যার কারণে সরকার এই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য মেডিকেল কলেজে নিয়ে এই মেডিকেল কলেজ গুলোকে বন্ধের কথা ভাবছে। তবে এখনি বন্ধের চুড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print