ডিসেম্বর ১, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

নওগাঁয় জলমহাল উদ্ধারকরণ কার্যক্রম শুরু 

নওগাঁয় সরকারী জলমহাল উদ্ধার কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর উপজেলার সালুকা বিল অবৈধভাবে দখলকৃত একটি জলমহলের উদ্ধার কার্যক্রম এর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর উপজেলার জলমহাল সমূহ চিহ্নিতকরণ ও অবৈধভাবে দখলকৃত জলমহল সমূহ উদ্ধার করণ কার্যক্রম করা হয়েছে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা, নওগাঁ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ হোসেন, বিভিন্ন প্রকার মৎস্য চাষিসহ আরো অনেকে। ইউএনও রবিন শীষ বলেন, সদর উপজেলায় ১৬২ টি খাস জলাশয় রয়েছে। আজ ৮০ টি জলাশয় চিহ্নিত করা হয়েছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে সকল জলাশয় চিহ্নিত করে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হবে।

জানা যায়, বেশির ভাগ সরকারি জলাশয় অবৈধভাবে দখল হয়ে যায়। এসব পুকুর, দীঘি ও খাল-বিলগুলোর বেশীর ভাগই প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রাখে।

এতে একদিকে সরকার রাজস্ব বঞ্চিত হয় অন্যদিকে স্থানীয় দরিদ্র মৎস্যজীবীরাও বঞ্চিত হয়। এসব কারণেই জলাধারগুলো অবৈধ দখলমুক্ত করার পর সরকারী সম্পত্তি হিসেবে প্রকাশ্যে আনতে সাইনবোর্ড স্থাপন করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সদর উপজেলার সালুকায় একটি দিঘিতে উদ্ধার কার্যক্রমের একটি সাইনবোর্ড প্রতিস্থাপন করেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print