ডিসেম্বর ১, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ

খেলাধুলায় নওগাঁর গৌরব ফিরে আনতে

নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা

নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য রুবায়েত হক, মেহেদী হাসান, সুমন আলীসহ জেলার ১১টি উপজেলার নির্বাহী অফিসাররা।

সভায় জানানো হয়, আগামী ২৫মে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হবে আন্ত:উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক গোল্ডকাপ এই ফুটবল টুর্নামেন্টের। ওইদিন বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। খেলায় জেলার ১১টি উপজেলার ১১টি দল অংশ নেবে। নওগাঁ জেলা স্টেডিয়াম ছাড়াও বদলগাছী ও মহাদেবপুরে এই খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিদিন খেলা দেখতে প্রচুর দর্শক সমাগম ঘটবে বলেও সভায় জানানো হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ফুটবল বাঙ্গালির প্রাণের খেলা। সবাই ফুটবল পছন্দ করে। আর ফুটবলে নওগাঁর ইতিহাস রয়েছে। সেই ইতিহাস পুনরুজ্জীবিত করার লক্ষে প্রতিনিয়তই বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৫মে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি খেলাধুলায় নওগাঁর যে গৌরব আছে সেই গৌরব ফিরে আসুক।

তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলায় আগ্রহী ও বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই আয়োজনের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে একটি জেলা ফুটবল দল গঠন করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print