ডিসেম্বর ১, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ণ

নওগাঁয় হাজিরা দিতে এসে নিহত নারী, শিশুসহ আহত : ৬

Oplus_16908288
Oplus_16908288

নওগাঁ জজকোর্টে সিএনজিযোগে একই পরিবারের ৬ জন হাজিরা দিতে আসছিলেন। পথে বেক্সিমকো ওষুধ কোম্পানির গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় এক শিশুসহ আরো ৬জন আহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ লাইনের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত ওই নারীর নাম

পারভীন আক্তার (৫৭)। তিনি জেলার সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী।

আর আহতরা হলেন- উপজেলার রসুলপুর গ্রামের মৃত সমিরউদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ইসমত আরা, সিরাজুলের ছোট ভাই সাজির উদ্দীন ও তার ছেলে আরিফ ও তার স্ত্রী সাদিকা এবং সিরাজুল ইসলামের নাতি মুংরইল গ্রামের মহিদুল ইসলামের শিশু সন্তান রাফিউল (৬)। আহতদের মধ্যে শিশু রাফিউল এবং সাদিকার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠান। সকলে একই পরিবারের সদস্য।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাপাহার উপজেলা থেকে মামলার হাজিরা দেওয়ার জন্য সাজির উদ্দিনের পরিবারের ৬জন সদস্য সিএনজি যোগে নওগাঁ জজকোর্টে আসছিলেন। সিএনজিটি নওগাঁ পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে সিএনজিতে থাকা ড্রাইভার ও শিশু সহ ৭ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বেক্সিমকো ঔষুধ কোম্পানির গাড়ি ও ড্রাইভার সহ দুর্ঘটনা কবলিত সিএনজি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নিহত ব্যক্তির লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print