ডিসেম্বর ১, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ণ

নওগাঁর আম আর নয় মণে, বিক্রি হবে কেজিতে : জেলা প্রশাসক

Oplus_16908288
Oplus_16908288

অবশেষে নওগাঁর পাইকারী বাজারে আম কেজিতে বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্রয় বিক্রয়ের সময় ওজনের ক্ষেত্রে মণ হিসেবে হবে না, কেজি পরিমাপে ক্রয় ও বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া আড়তদাররা প্রতি কেজি আমে দুই টাকা কমিশন পাবেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউযাল।

এর আগে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলার আম ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের বৃহত্তম জেলার সাপাহার পাইকারী আম বাজারসহ সকল স্থানে আম ক্রয়-বিক্রয়ে ওজনের বিষয়টি নিয়ে আর কোন জটিলতা থাকলো না।

তবে আমচাষীসহ অনেকেই জেলা প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেই বিষয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তদারকির আহ্বান জানান।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, আমচাষী, ব্যবসায়ী, আড়তদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আমচাষী, ব্যবসায়ী ও আড়তদাররা তাদের মতামত তুলে ধরেন। এসময় আম পরিবহনে জটিলতার যেন সৃষ্টি না হয় সেই বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। আম পরিবহনে কেউ কোন প্রকারের অরাজকতার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, নওগাঁর পার্শ্ববর্তী জেলাগুলোর আম বাজারের সঙ্গে মিল রেখে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আর মণ নয়, কেজি হিসেবে পরিমাপ ব্যবহারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে দীর্ঘদিনের এক নৈরাজ্য থেকে মুক্ত হতে পারবে নওগাঁর আমচাষী ও ব্যবসায়ীরা। এতে করে জেলায় আম পরিমাপের ক্ষেত্রে আর কোন জটিলতা থাকবে না। প্রশাসনসহ আম সংশ্লিষ্ট সবাইকে একযোগে এই সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নে সদয় হওয়ার এবং অন্যদের মাঝে এই সিদ্ধান্তের কথাগুলো বেশি বেশি প্রচার করার আহ্বান জানান জেলা প্রশাসক।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর জেলার ৩০হাজার ৩০০হেক্টর জমির বাগানে বিভিন্ন আম চাষ হয়েছে। আম্রপালি, ব্যানানা ম্যাংগো, মিয়াজাকি, কাটিমন, গৌড়মতি, বারি-৪ আমসহ দেশি-বিদেশি প্রায় ১৬ জাতের আম চাষ করেছেন চাষিরা। যেখান থেকে ৩লাখ ৮৬হাজার মেট্টিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে কৃষি বিভাগ। এছাড়া চলতি বছর ৪হাজার কোটি টাকার আম বাণিজ্যের আশা করা হচ্ছে। গত ২২ মে থেকে বাজারে আসতে শুরু করেছে নওগাঁর আম।

উল্লেখ, চলতি মাসের শুরুর দিকে রাজশাহী বিভাগীয় কমিশনার রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার আমচাষী, ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে একাধিক সভার মাধ্যমে আম পাইকারী ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ঢলন প্রথা বাতিল করে কেজিতে আম বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্তকে নওগাঁয় সঠিক ভাবে প্রয়োগের লক্ষ্যে স্থানীয় ভাবে এই সভার আয়োজন করা। সভায় গৃহিত সিদ্ধান্ত জেলার আমচাষে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এমন সিদ্ধান্তে কেউই প্রতারিত কিংবা ক্ষতিগ্রস্থ হবেন না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print