ডিসেম্বর ১, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৪-২৬ অর্থবছরের জন্য নতুন কোনো করারোপ ছাড়াই ২৭ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৭০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় পৌরসভা হলরুমে নন্দীগ্রাম পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু এ বাজেট ঘোষণা করেন।

পৌরসভার বাজটে এবারও নতুন করে কর আরোপ করা হয়নি। ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ২১ লাখ ৬০ হাজার ৭০ টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৩ লাখ ৯৮ হাজার ৫শ টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমান রয়েছে ২৭লাখ ৬১ হাজার ৫৭০ টাকা। এছাড়া উন্নয়ন বাজেটে আয় ও ব্যয়ের পরিমান রয়েছে ২৩ কোটি ২০ লাখ ৯৫হাজার টাকা।

পরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সঞ্চালনায় বাজেট অধিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার এস এম সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমনিরুজ্জামান, সাংবাদিক মামুন আহমেদ পৌর নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী অসিম কুমার, হিসাব রক্ষণ কর্মকর্তা,আব্দুর মান্নান, উচ্চমান সহকারী গিরেন চন্দ্র সরকার স্যানিটারি ইন্সপেক্টর আকাশ কুমার, বাজার পরিদর্শক মৌসুমি আক্তার, কর আদায়কারী বাচ্চু আহমেদ, সহকারী লাইসেন্স পরিদর্শক সাদিক শাহরিয়ার, টিকাদানকারী আমেনা খাতুন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print