নভেম্বর ৩০, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ

নন্দীগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি” এই প্রতিপদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন এর সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আফতাব উদ্দীন এর সভাপতিত্বে এবং ইব্রাহিম এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক মামুন আহমেদ প্রমুখ। এছাড়াও সফল যুব প্রশিক্ষনার্থী, উদ্যোক্তাগণ এবং খামারীগণও বক্তব্য রাখেন।

উল্লেখ্য, উক্ত যুব দিবসে প্রশিক্ষিত ৯জন যুবক ও যুব মহিলাদের মাঝে সনদ, ১৪ লক্ষ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও যুব প্রশিক্ষনার্থীদের মাঝে গাছের চারা বিতরণসহ শপথ বাক্য পাঠ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print