বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংস হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে শহীদ বীর মুগ্ধ চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি রেলি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-০৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু সহ উপজেলা জামায়াত অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন শেষ মুহূর্তে হঠাৎ দুইটি পটকা বিস্ফোরিত হয়। এ সময় পটকার শব্দে নেতাকর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। একপর্যায়ে নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ছোটাছুটি করতে থাকে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
জানতে চাইলে পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম বলেন, নন্দীগ্রামের একটি দালাল চক্র প্রোগ্রামকে বানচাল করার জন্য এ পটকা বিস্ফোরিত করেছে বলে আমরা সন্দেহ করছি।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি ফইম উদ্দিন বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নন্দীগ্রামে কোন পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তবে ছাদের উপরে বাচ্চারা খেলতে গিয়ে হয়তো নিচে পড়ে পটকা ফোটার ঘটনা ঘটতে পারে।
