ডিসেম্বর ১, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ

নন্দীগ্রামে প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের মৃত্যু, বিভিন্ন মহলে শোক 

বগুড়ার নন্দীগ্রামের ১নং বুড়ইল ইউনিয়নের ঢেগরা গাড়ি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম (ফরিদ) মৃত্যু বরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৫) বছর।

জানা গেছে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ঢেগরা গাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম (ফরিদ) কিডনি সমস্যাজনিত কারণে গত ১ সপ্তাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। তার অসুস্থতার খবর শুনে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহধর্মিনীকে নিয়ে ছুটে যান সাবেক এমপি মোশারফ। ওই সময় তার সার্বিক খোঁজ খবর নেওয়া সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেন।

সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন বলেন, কিছুদিন আগে প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম ফরিদ ভাইয়ের অসুস্থতার খবর শুনে ঢাকা মেডিকেল হাসপাতালে ছুটে যাই। তার সার্বিক খোঁজ খবর নেওয়া সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেই। কিন্তু আজ হঠাৎ শুনতে পারি ফরিদুল ইসলাম ফরিদ ভাই আর নেই। দোয়া করি আল্লাহ পাক তাহাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সেই সঙ্গে শোকাহত পরিবারকে গভীর শোক এবং সমবেদনা জানাই।

এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম, পৌর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া প্রমখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print