ডিসেম্বর ১, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ণ

নিত্য সামগ্রীর দাম সহনীয় রাখার আহ্বান বগুড়া জেলা প্রশাসনের

নিত্য সামগ্রীর দাম সহনীয় রাখার আহ্বান বগুড়া জেলা প্রশাসনের। ছবি: এনসিএন
নিত্য সামগ্রীর দাম সহনীয় রাখার আহ্বান বগুড়া জেলা প্রশাসনের। ছবি: এনসিএন

বগুড়া,১৮ মে ২০২২: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে খাদ্য পণ্যোর মূল্য বৃদ্ধিতে বুধবার বেলা ১২ টয় এক মতবিনিময় সভায় গম থেকে উৎপাদিত আটা, ময়দা ও গো-খাদ্য ভূষির দাম সহনীয় পর্যায়ের রাখার আহ্বান জানানো হয়েছে। আগের আমদানীকৃত গম থেকে আটা, ময়দার দাম বেশি না রাখার মিল মলিক ও গম আমদানিকারদের অনুরোধ জানান হয়। সেই সাথে আমদনীকৃত গমের পাকা রশিদ রাখাতে বলা হয়ছে। কৃত্তিম সংকট সৃষ্টি করে আটা ,ময়দা ও ভূসির দাম বেশি রাখার চেষ্টা করলে আইনগত ব্যবস্থার কথা জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম, মিল মালিক গোলাম কিবরিয়া বাহার, পরিমল সিং প্রমুখ।

সভায় গম আমদানি কারক আটা ও ময়দার মিল মালিকেরা বলেন, ‘এখন গমের কোন সংকট নেই। তারা আটা ও ময়দার মূল্য সহনীয় পর্যায়ের রাখার প্রতিশুতি দিলেও দুই-একজন ব্যবসায়ী বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচ বেড়ে গেছে। তাই তারা বাধ্য হয়ে আটার মূল্য বেড়েছে।’

সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ডলারের দামবেড়ে যাওয়া ও ভারতের গম রফতানী বন্ধের অজুহাতে কোন ক্রমে আটা ও ময়দার দাম বাড়ানো যাবে না। এখনও আগের মূল্যে কেনা গম মিলারদের কাছে আছে। কেনা ও বেচার পাকা রশিদ না থাকলে ব্যবস্থা নেয় হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print